Advertisement

One of the main means of hunting fish is chaai or the beginning

One of the main means of hunting fish is chaai or the beginning আবহমান গ্রাম বাংলার মৎস্য শিকারের অন্যতম মাধ্যম হচ্ছে চাঁই বা বুচনাই।
বিশেষ করে আষাঢ়-শ্রাবন বর্ষা মৌসুমে যখন বৃষ্টি ধারায় মাঠ-ঘাট তলিয়ে যায় ঠিক তখন স্থানীয় মৎস্য শিকারীরা এই চাঁই ব্যবহার করেন।

বাঁশের শলা দিয়ে বানানো চাঁই এর বিক্রির সময় হচ্ছে বৈশাখ- জৈষ্ঠ্য মাস।
এ সময় এক জোড়া চাঁই বিক্রি করা হয় ২৫০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত।

প্রতিবছর বর্ষা থেকে শীত পর্যন্ত এসব ফাঁদ বিক্রি হয় গ্রামের বিভিন্ন হাট-বাজারে।

সঠিক পরিসংখ্যান না থাকলেও, গ্রামঞ্চলের অনেক মানুষ এ মৌসুমি পেশায় জড়িত থেকে বছরের চারমাস জীবিকা নির্বাহ করে থাকে।

darpon,darpan,দার্পন,দর্পণ,barisal,barishal,Bangladesh,বুচনাই,চাঁই,Fishing equipment,মাছধরা সরঞ্জাম,Fishing Tactics,মাছ ধরার কৌশাল,চাঁই দিয়ে মাছ ধরা,Fishing trap,মাছ ধরার ফাঁদ,

Post a Comment

0 Comments