আবহমান গ্রাম বাংলার মৎস্য শিকারের অন্যতম মাধ্যম হচ্ছে চাঁই বা বুচনাই। বিশেষ করে আষাঢ়-শ্রাবন বর্ষা মৌসুমে যখন বৃষ্টি ধারায় মাঠ-ঘাট তলিয়ে যায় ঠিক তখন স্থানীয় মৎস্য শিকারীরা এই চাঁই ব্যবহার করেন।
বাঁশের শলা দিয়ে বানানো চাঁই এর বিক্রির সময় হচ্ছে বৈশাখ- জৈষ্ঠ্য মাস।
এ সময় এক জোড়া চাঁই বিক্রি করা হয় ২৫০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত।
প্রতিবছর বর্ষা থেকে শীত পর্যন্ত এসব ফাঁদ বিক্রি হয় গ্রামের বিভিন্ন হাট-বাজারে।
সঠিক পরিসংখ্যান না থাকলেও, গ্রামঞ্চলের অনেক মানুষ এ মৌসুমি পেশায় জড়িত থেকে বছরের চারমাস জীবিকা নির্বাহ করে থাকে।

0 Comments