Advertisement

সার্কিট বেকার কিভাবে,কেন লাগাবেন.How to rework pre_paid meter board..

সার্কিট বেকার কিভাবে,কেন লাগাবেন.How to rework pre_paid meter board.. সার্কিট বেকার কিভাবে,কেন লাগাবেন,how to rework pre_paid meter board.
.
# সার্কিট_ব্রেকার (Circuit Breaker) আমরা কমবেশি সবাই দেখেছি। মূলত প্রচলিত কাট আউট, ফিউজ এর আধুনিক রূপ এটি। এই গুরুত্বপূর্ণ জিনিসটি আপানার আমার বাসা-বাড়ির সকল ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক যন্ত্রপাতিকে রক্ষা করে। কিন্তু কিভাবে এটি কাজ করে তা অনেকেই জানিনা। আজকে তাই নিয়েই লিখছি। একই সাথে কতো মানের সার্কিট ব্রেকার ব্যবহার করা উচিৎ ও সার্কিট ব্রেকার লাগানোর নিয়ম নিয়েও লিখবো। পাওয়ার ইঞ্জিনিয়ারিং কিংবা ডিপ্লোমা পড়ুয়া ছাত্র-ছাত্রিদের আশাকরি উপকার হবে।
.
পরিচ্ছেদসমূহ
1 সার্কিট ব্রেকার কি?
2 উৎপত্তি
3 দেখতে কেমন?
4 আভ্যন্তরীন গঠন
5 সার্কিট ব্রেকারের সিম্বল
6 সার্কিট ব্রেকার কত প্রকার
7 কিভাবে কাজ করে সার্কিট ব্রেকার
7.1 ইলেকট্রো ম্যাগনেটিক টাইপ সার্কিট ব্রেকারের ক্ষেত্রে
7.2 থার্মাল ওভার লোড টাইপ সার্কিট ব্রেকার
7.3 ইলেকট্রনিক ওভার লোড টাইপ সার্কিট ব্রেকার
8 সার্কিট ব্রেকার ব্যবহারের সুবিধাবলী
9 সার্কিট ব্রেকার ট্রিপ (Trip) করে কখন?
10 সার্কিট ব্রেকার লাগানোর ওয়্যারিং ডায়াগ্রাম
11 কত মানের সার্কিট ব্রেকার ব্যবহার করা উচিৎ
12 সার্কিট ব্রেকার লাগানোর নিয়ম
13 পাদটিকা
13.1 ট্রিপ (Tripp)
13.2 ট্রিপিং কারেন্ট (Tripping current)
13.3 ইনরাশ কারেন্ট
13.4 সার্জ ভোল্টেজ
13.5 সার্জ কারেন্ট
.
সার্কিট ব্রেকার কি?
সার্কিট ব্রেকার হচ্ছে নিরাপত্তা প্রদানকারী অর্ধ স্বয়ংক্রিয় (semi automatic) যন্ত্র বিশেষ। এটি এমন একটি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক যন্ত্র যা অপর কোন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক যন্ত্রকে নিরাপদ রাখে। কোন কারণে এসি লাইনে যদি অতিরিক্ত পরিমান বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে দূর্ঘটনা ঘটতে পারে। যন্ত্রপাতি পুড়ে যাওয়া থেকে শুরু করে আগুন লাগাও বিচিত্র নয়। যেমন-
.
কোন কারণে যদি এসি লাইনে শর্ট সার্কিট (Short Circuit) ঘটে,
মাত্রাতিরিক্ত লোড লাগানো (ওভার লোড), কিংবা
যদি কোন কারণে আপনার বাসার লাইন ভোল্টেজ বেড়ে যায় (ফলে কারেন্টের প্রবাহ বৃদ্ধি হয়)।
এসমস্ত ক্ষেত্রে সার্কিট ব্রেকার নিজে থেকেই ট্রিপ (Trip) করে বা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে মূল্যবান যন্ত্রপাতি কে রক্ষা করে।
.
উৎপত্তি
প্রাথমিক ভাবে বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন ১৮৭৯ সালে তাঁর পেটেন্টে সার্কিট ব্রেকারের বর্ণনা করেন। যদিও তাঁর বাণিজ্যিক যন্ত্রগুলোতে পরবর্তিকালে ফিউজ ব্যবহার করাহয়। মূলত তাঁর আবিষ্কৃত ফিলামেন্ট বাল্ব ও আলোক বিতরণী সার্কিট সমূহকে দূর্ঘটনাবশত শর্ট সার্কিট এবং ওভার লোড থেকে বাঁচানোর উদ্দেশ্যেই এটি ব্যবহৃত হয়েছিল।
পরবর্তীকালে ১৯২৪ সালে ক্ষুদ্রকায় সার্কিট ব্রেকারের পেটেন্ট করেন Brown, Boveri & Cie নামক কোম্পানি

সার্কিট বেকার কিভাবে,কেন লাগাবেন,how # সার্কিট_ব্রেকার (Circuit Breaker) আমরা কমবেশি সবাই দেখেছি। মূলত প্রচলিত কাট আউট,ফিউজ এর আধুনিক রূপ এটি। এই গুরুত্বপূর্ণ জিনিসটি rework pre_paid meter board..,

Post a Comment

0 Comments